ফেসবুক গ্রুপ ট্র্যাভেল অ্যান্ড মিস্টেরিয়াস ওয়ার্ল্ড (Travel & Mysterious World) এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত।
শেষ হল বাংলাদেশী ফেসবুক গ্রুপ ট্র্যাভেল অ্যান্ড মিস্টেরিয়াস ওয়ার্ল্ড (Travel & Mysterious World) এ অনুষ্ঠিত মেগা ফটোগ্রাফি ইভেন্ট।
গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইভেন্টটি শেষ হয় ১০ অক্টোবর গ্র্যান্ড ফাইনাল এর মধ্যে দিয়ে। টানা ২০ দিন ধরে চলে টান টান উত্তেজনার ইভেন্ট টি।
বিষয় ছিল মোবাইল ও ক্যমেরা দিয়ে প্রাকৃতিক দৃশ্য এর ছবি, এতে অংশ গ্রহন করেন বাংলাদেশ ও ভারতের অনেক সদস্য, তিনটি ভাগে ইভেন্ট ভাগ করা হয়েছিল, প্রথম পর্ব ছিল উন্মুক্ত পর্ব, দ্বিতীয় পর্ব ছিল সেমিফাইনাল পর্ব আর তৃতীয় টি ছিল মেগা ইভেন্টের গ্র্যান্ড ফাইনাল। দ্বিতীয় অর্থাৎ সেমিফাইনাল পর্বে অনেক বাংলাদেশী যেতে পারলেও ফাইনালে যেতে পারেন নাই কোন বাংলাদেশী সদস্য বৃন্দ। মেগা ইভেন্টের গ্র্যান্ড ফাইনালে পৌঁছে যান ভারতের তিন সদস্য।
ভোট পোল এর উপর নির্ভর করে গ্রুপের সর্বোচ্চ ২০১ ভোট পেয়ে ফাইনালে প্রথম স্থান অধিকার করেন ভারতের নীলিমা সেন, দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ভারতের অমৃতা বিশ্বাস সরকার, আর ১২০ ভোট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন ভারতের মল্লিকা প্রামানিক।
গ্রুপটির মুল উদ্দেশ্য যার যার আশেপাশে, দূরে ও কাছের জানা ও অজানা ভ্রমন প্রিয় জায়গাগুলো সম্পর্কে সবার কাছে তথ্য পোঁছে দেওয়া,
গ্রুপটিতে ইভেন্ট আইডিয়া থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থায় নিয়োজিত ছিলেন গ্রুপটির সত্ত্বাধিকারী ও প্রধান অ্যাডমিন মোহাম্মদ সোহেল রানা।
The Sailor Magazine