স্বচ্ছ কাঁচের ভালোবাসা ও একটি গোলাপ ফুলের গল্প (৬ষ্ঠ পর্ব)

0
214

কিছুদিন পর পত্রিকায় বিপাশার নিখোঁজ হবার খবর প্রকাশ হল, কিন্তু তার কোনই হদিস কেও পেল না, পুলিস আব্রাহামকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোন কিছুই কেও বুঝতে পারে না,

কিছু মাস পরের কথা, আব্রাহাম  নতুন শিকারের খোঁজে আবারও নতুন কাউকে খুজে বের করার চেষ্টা। এর মধ্যে আব্রাহাম পেয়েও গেল তার পরের শিকারকে, আরও একজনকে পছন্দ করা শুরু করেছে, তবে এবার বিপাসার থেকেও যেন বেশি ভালবেসেছে তাঁকে, তার নাম সুস্মিতা,

সুস্মিতা অনেক ভদ্র একটি মেয়ে, তবে আধুনিকা, জিন্স আর টি শার্ট তার খুব পছন্দ, সুস্মিতাকে সে অনেক কষ্টে পটিয়েছে, সুস্মিতার যে পরিচয় সে পেয়েছে তাতে আব্রাহামের পথ আরও পরিস্কার হল, সুস্মিতার পরিবার বিদেশে থাকে, সে এখানে হোস্টেলে লেখা পড়া করে, বাব মা নেই,

তিন মাস সম্পর্কের পর আব্রাহাম আবার নিশানা ঠিক করল, ঠিক বিপাসার মতো সুস্মিতাকেও তার বাসায় নিয়ে গেল, সুস্মিতাকে রেখে আব্রাহাম খাবার আনতে যায়, আব্রাহাম ফিরে দেখে সুস্মিতার চোখে পানি, সে অঝোরে কাদছে, সুস্মিতা বলে, আব্রাহাম তোমাকে আমি যে অনেক ভালবেসে ফেলেছি, যেকোনো উপায়ে তোমাকে চাই,আব্রাহামের রাস্তা যেন আরও এক ধাপ খুলে গেল, সুস্মিতাকে সে কাছে টেনে নেয়, তার বুকে জড়িয়ে ধরে, আর নিজের অজান্তেই বলতে থাকে, তোমাকে আমি পুতুলের মতই সাজিয়ে রাখব,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here