স্বচ্ছ কাঁচের ভালোবাসা ও একটি গোলাপ ফুলের গল্প (পর্ব -২)

0
276
The Story of Clear Glass Love and a Rose Flower (Part-2)

স্বচ্ছ কাঁচের ভালোবাসা ও একটি গোলাপ ফুলের গল্প (পর্ব -২)

ভোর পাঁচটা , সকাল সকাল রউনা দেবে কক্সবাজারে এর উদ্দেশে , বিপাসার জন্য অপেক্ষা করছে আব্রাহাম , বিপাশা বাড়িতে মিথ্যা বলে এসেছে যে ব্যাংকের  কাজে তেতুলিয়া যাবে , সকাল সকাল আব্রাহাম এর বাসায় বিপাশা তাঁকে জড়িয়ে ধরে , বিপাসার চোখে পানি , বিপাশা বলে আমাকে তুমি তোমার কাছে সারাজীবন এভাবেই রাখবে , আব্রাহামও অস্রুসিক্ত হয়ে তাঁকে কাছে টেনে নেয়, বিপাশার খোলা চুলের চমৎকার ঘ্রানে আব্রাহাম আরও আদর করতে চায় , বিপাশা নিজেকে সামাল দিয়ে বলে ” এখন না , সব জমা রইল বিয়ের পর “ আব্রাহামও নিজেকে চট করে সামাল দিয়ে হালকা হাসি দিয়ে বলে “ঠিক আছে ডার্লিং , বাকি রইল কিন্তু ”

বিকেল পাঁচটা , আব্রাহাম ও বিপাশা কক্সবাজার এসে পড়েছে , নীল সমুদ্রের গর্জন আর পাহাড় এর মাঝে তারা যেন হারিয়ে যেতে চাইল , সারাদিন ভ্রমনের পর তারা কক্সবাজারের একটি হোটেলে উঠে গেল, রেজিস্টার খাতায় নাম গুলো তারা মিথ্যা বলল , রাতে খুবই ভাল একটা ঘুম দিল ,

পরেরদিন আব্রাহাম আর বিপাশা রউনা দিল আব্রাহামের বাংলো বাড়িতে , কক্সবাজার শহর থেকে অনেক অনেক দূরে নির্জন একটি গ্রাম , বিশাল বাংলো , এত সুন্দর  বাংলো বিপাশা এর আগে কখনও দেখে নি ,

আব্রাহাম বিপাশাকে বাংলোর ভেতর নিয়ে গেল , স্তব্ধ চারদিকে , কোন টু শব্দ নাই , বিপাশা আব্রাহামকে জড়িয়ে ধরে , আব্রাহাম বলে তোমার ভয়ের কিছুই নাই , এখানে আরও মানুষ রয়েছে , কিন্তু বিপাশা মানুষের কোন নাম নিশানাও পায় না , চারদিকে শুধুই নিরবতা আর থমেথমে পরিবেশ , আব্রাহাম বলল তুমি একটু বস , আমি তোমার জন্য সফট ড্রিংকস এর ব্যবস্থা করছি , আব্রাহাম খুব সুন্দর একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে বিপাশার জন্যএকটি প্লেটে করে লেবুর সরবত নিয়ে আসে ,আর পাশে থাকে একটি গোলাপ ফুল, শরবত খেয়ে বিপাশার সমস্থ ক্লান্তি দূর হয়ে যায় , আব্রাহাম তাঁকে একটি ঘরে নিয়ে গেল , যে ঘরটি স্বচ্ছ কাছ দিয়ে বানানো , আব্রাহাম বলল এই কাঁচের ঘর আমার ভালবাসা দিয়ে বানানো , শুধু তোমার ভালবাসার নিদর্শন হিসেবে এই ঘর বানিয়েছি ,

লেখক: মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here