স্বচ্ছ কাঁচের ভালোবাসা ও একটি গোলাপ ফুলের গল্প۔ (প্রথম পর্ব )

0
538
The story of clear glass love and a rose flower. (first episode)

আব্রাহাম এর মন টা খুবই ভাল আজ , কারন আজ দেখা করতে যাচ্ছে তার প্রিয়তমা বিপাসা এর সাথে , অনেক দিন ধরে তাঁকে পছন্দ করে আব্রাহাম , আব্রাহাম একটি সুন্দর স্বচ্ছ কাঁচের ফুলদানী নিয়ে অপেক্ষা করছে যার মধ্যে খুব সুন্দর একটি গোলাপ সাজানো,কাঁচের শোপিস এর উপর আব্রাহামের দুর্বলতা রয়েছে , যাকে ভাল লাগে তাঁকে কাঁচের শোপিস দিতে সে ভালবাসে , বার বার হাতের ঘড়ি দেখছে কখন আসবে বিপাশা , এক সময় বিপাশা আসে, পরনে খুবই আধুনিক পোশাক , টাইট জিন্স এর সাথে পিঙ্ক কালারের টি সার্ট , অদ্ভুত সুন্দর লাগছে বিপাশাকে , আব্রাহাম ও বিপাসার এটা প্রথম ডেটিং , বিপাশা আব্রাহামের ব্যবহারে মুগ্ধ , আব্রাহাম একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নতুন চাকরিতে ঢুকেছে আর বিপাশা একটি প্রাইভেট ব্যঙ্কে নতুন চাকরি করছে , আব্রাহামের এরকম স্মার্ট মেয়েই পছন্দ , শাড়ি পড়া মেয়ে তার পছন্দ না , বিপাশার সাথে অনেক কথা হল ,

প্রায় তিন মাস হতে চলল আব্রাহাম এর সাথে বিপাসার সম্পর্ক আরও ঘনি ভুত হচ্ছে , তবে তারা এখন কেউই বিয়ের জন্য প্রস্তুত না , আব্রাহাম এর সাথে বিপাসার অনসায় বিপাশা , সাথে আব্রাহামের জন্য কিনে এনেছে কাঁচের শোপিস যার মধ্যে গোলাপ ফুল বসানো , আব্রাহাম এই গিফট পেয়ে আবেগ আপ্লুত হয়ে যায় , খুবই চমৎকার করে অনেক স্বচ্ছ কাঁচের শোপিস সাজানো , স্বচ্ছ কাঁচের ভেতর গোলাপ ফুল , আব্রাহাম বলল , আমার কাঁচের শোপিস খুবই ভাল লাগে , তাই ঘর ভরে সাজিয়ে রাখি , আর তাতে গোলাপ থাকবেই , আর এটা আব্রাহামের খুবই প্রিয় একটা সখ , কাউকে গিফট দিলেও সে এটাকেই আগে দেবে , এত পছন্দ তার , আর কেও যদি তাঁকে এটা গিফট করে , সে মহা খুসি

এভাবে কেটে গেল ছয় মাস, তাদের ভালবাসা আরও মজবুত হতে থাকল , এর কিছুদিন পর আব্রাহাম ও বিপাশা কক্সবাজার বেড়ানোর পরিকল্পনা করল , তবে কোন বাসে বা প্লেনে নয় , একেবারে আব্রাহামের নিজের গাড়ি দিয়ে , কারন বিপাশা চাচ্ছে বিয়ের আগে একটা ট্যুর দেবে আব্রাহামের সাথে , তবে সেটা তারা কাউকে জানাবে না ,তারা বলল “ সবাইকে সারপ্রাইজ দেব , আর বিয়ে টা কক্সবাজার যেয়েই করব” , আব্রাহামের ওইখানে এক বাংলো বাড়ি আছে , ঘন সবুজ গাছের মাঝখানে পাহারে ঘেরা তার বাংলো বাড়ি , আব্রাহাম বলল ওই বাংলোতে বাড়িতে তার চাচা, চাচী ও তাদের সন্তানরা থাকেন ,তাদেরকে আব্রাহাম থাকতে দিয়েছে কারন বাবা , মা না থাকায় তারাই আব্রাহামকে মানুষ করে!

লেখক: মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here