নতুন ট্যাটু করিয়ে এসেছে বনি নিজের জন্মদিন উপলক্ষ্যে একটা অচেনা পার্লার থেকে।
দারুণ দেখতে হয়েছে।
একটা মাকড়শা তার নিজের জালে বসে অপেক্ষা করছে তার শিকারের।
একদম ইউনিক কনসেপ্ট।
সকলেই প্রশংসা করেছে বিস্তর।
খুব খুশি বনিও।
তবে আজ কিছুতেই ঘুম আসছে না তার।
খুব চুলকাচ্ছে ট্যাটুটা।
বিরক্ত হয়ে গেল বনি বেশ।
এমন সময় সে খেয়াল করলো যে তার পিঠে খুব ব্যাথা করছে হঠাৎ করেই।
আয়নার সামনে গিয়ে দেখার চেষ্টা করলো সে।
প্রথমে কিছুই তেমন নজরে এলো না তার।
তবে এইবার সে বুঝতে পারলো যে তার পিঠ থেকে কিছু একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে।
দম বন্ধ করে দেখতে থাকলো বনি।
হঠাৎ তার পিঠ ফুঁড়ে বেরিয়ে এলো একটা কালো লোমশ পা।
সকালে কলেজ যাওয়ার জন্য বনি কে ঘুম থেকে ডাকতে আসেন তার মা।
ঘরে ঢুকেই আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি।
বনির বিছানা ফাঁকা।
তবে তার ঘরের সিলিং এ আটকে আছে একটা মস্ত বড় কালো লোমশ মাকড়শা –
নিজের জালে বসে অপেক্ষা করছে নিজের শিকারের।
অমৃতা বিশ্বাস সরকার
দারুন লাগলো 🙏🙏🙏❤💚💙