দ্যা মাস্টার মাইন্ড দ্বিতীয় পর্ব

0
184

গল্পের ফ্লাশব্যাক ……
ঘটনার ১ বছর আগে বিয়ে হয় নাসিম আর অনামিকার , অনামিকা শিল্পপতির এক মাত্র মেয়ে ,ছোটবেলায় মা , বাবাকে রোড এক্সিডেন্টে হারান , অনামিকার বাবার চাচাত ভাই আরিফ সাহেব অনামিকার দায়িত্ব নেয় , অনামিকাকে অনেক আদরে মানুষ করেন তিনি ,ইংলিশ মিডিয়াম ক্লাস এইটে পড়ার পর সে আর পড়াশুনা করে নাই , বাসায় বসেই সময় কাটায় , বন্ধু বান্ধবও ধীরে ধীরে কমে যায় , এক সময় সে একাই হয়ে পরে । আরিফ সাহেব এর খুব ইচ্ছা ছিল তার ছেলে শফিকের সাথে অনামিকাকে বিয়ে দিতে , কিন্তু অনামিকা রাজি ছিল না কারন সে নেশাখোর ছিল আর আরিফ সাহেবও মাঝ মধ্যে ড্রিংকস করতেন , মূলত অনামিকার বিশাল সম্পত্তির প্রতি লোভ ছিল আরিফ সাহেবের , তাই তিনি ঠাণ্ডা মাথায় অনামিকাকে চালাতেন , তাঁকে অতি আদর দিয়ে বোকা করে রেখেছিলেন । তাই তিনি কখনও চান নাই অনামিকা পড়াশুনা চালিয়ে যাক ।
তিনি শুধু সময়ের অপেক্ষা করতেন , অনামিকাকে ভুলিয়ে তার সম্পত্তি লিখে নেওয়ার জন্যই এরকম আদর দিতেন ভাতিজীকে । নিজের ছেলের কাছে বিয়ে দিতে না পারায় , গরিব , সুদর্শন এতিম একজন ছেলে নাসিমকে দিয়ে বিয়ে দেন আরিফ সাহেব , ঘর জামাই হিসেবে নাসিম অনামিকার বাসায় থাকে । আরিফ সাহেব ভেতর ভেতর মাস্টার প্ল্যান বানাতে থাকেন , সমস্ত পরিকল্পনার এই মাস্টার মাইন্ড গেমার এই আরিফ সাহেব । অনামিকার জামাই নাসিমকে এইজন্য সে ঠিক করে , যাতে সে তার সব কথা শুনে ।
একদিন বিয়ের কিছু মাস পরে আরিফ সাহেব , শফিক , অনামিকার জামাই নাসিম কে দেখা করতে বলে । নাসিমকে তারা প্রস্তাব দেয় , চলে গোপন বৈঠক , বৈঠকে নাসিম কে তারা অনামিকার কাছ থেকে কৌশলে নাসিমের নামে সম্পত্তি লিখে নিতে বলে , যাতে নাসিম এর কাছ থেকে তারা সম্পত্তি লিখে নিতে পারে , এর বিনিময়ে নাসিমকে তারা দেবে ৫০ লক্ষ্ টাকা , নাসিম গরিবের ছেলে “সে চিন্তায় পরে যায় , পড়ালেখাতেও অত ভাল না , এইট পাশ, নাসিম ভুরু কুঁচকে বলে “ এক কোটি দিতে হবে ” শফিক চিৎকার দিয়ে উঠে আর বলে “ফকিরের পূত ৫০ লক্ষ চোখে দেখসস কখনও , একবারে শেষ কইররা দিমু , যা ফোট দিমু না ” আরিফ সাহেব ছেলেকে ইশারায় শান্ত হতে বলে, আরিফ সাহেব বলে “আচ্ছা বাবা ঠিক আছে আমি এক কোটিই দেব ”তারা রাজি হয়ে যায় প্রস্তাবে , আরিফ সাহেব তারপর বলে তবে এই দারোয়ান বিল্লাল থেকে সাবধান , সে যেন সন্দেহ না করে “ নাসিম বলে “আপনারা আর চিন্তা করবেন না , আমি যেহেতু কোটিপতি হয়ে যাব, ধরে নিন কাজ হয়ে গেছে” এর মধ্যে চলে মদের আয়োজন , কিছু একটা বলতে থাকে আরিফ সাহেব… আর আনমনে মোবাইল চাপতে থাকে নাসিম…

চলবে ۔۔۔۔۔

কলমে : মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here