দ্যা মাস্টার মাইন্ড | শেষ পর্ব

0
217

এবার নাসিম মোবাইল টা বন্ধ করে বলল,” ইউর অনার, তিনি শুধু অনামিকার মা ও বাবাকেই খুন করেন নাই, খুন করেছেন তার নিজের ছেলেকেও, অনামিকার এই বিশাল সম্পত্তি একা ভোগ করার জন্য,

তার মদ্যপ পুত্র সম্পত্তি নষ্ট করবে বলে তাকেও খুন করেছে পূর্ব পরিকল্পিত ভাবে। আর আমাদের এইভাবে তাঁকে নির্দোষ প্রমানের জন্য ঘটনা সাজিয়েছিল, মুলত পুরো ঘটনাটাই ছিল তার মাস্টার প্ল্যান,

আমার চাচা শ্বশুর আরিফ সাহেবই হচ্ছেন এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড

আরিফ সাহেব হা করে তাকিয়ে থাকে, সে বলে আমি আমার ছেলেকে হত্যা করিনি, আমি তো অজ্ঞান ছিলাম, জর্জ সাহেব জিজ্ঞেস করে “আরিফ সাহেব এটা কি আপনার কণ্ঠ ” আরিফ সাহেব নিজের অজান্তে বলে উঠে “হ্যা,… না মানে, আমার কণ্ঠ, কিন্তু আমাকে ফাঁসান হয়েছে “

কোর্ট ইতিমধ্যে আরিফ সাহেব কে মুক্তির পরিবর্তে ফাঁসির দণ্ডাদেশ শুনিয়ে কলম ভেঙ্গে দেন …

অনামিকা চাচার কাছে অস্রুবিজরিত কণ্ঠে বলে “ চাচা আমি আপনাকে বাবার স্থান দিয়ে ছিলাম, আর আপনি এইভাবে আমার বাবা ও মা কে খুন করলেন? আর আমাকেও আপনি মেরে ফেলতেন, আপনাকে আমি কোনদিন ক্ষমা করব না “

কিছুদিন পর সেলে নাসিম আসে দেখা করতে “ মুচকি হাসি দিয়ে নাসিম বলে, সমস্থ ঘটনার মাস্টার মাইন্ড কিন্তু আমি নাসিম” আর এই সমস্থ মাস্টার প্ল্যান করেছি সেদিন, যেদিন আমাকে সম্পত্তি লিখে দেওয়া প্রস্তাব দিয়েছিলেন। আপনি সত্যি ছেলেকে সেদিন খুন করেন নাই, করেছি আমি, আপনাকে মদ্যপ অবস্থায় রেখে অজ্ঞান করে শফিককে ঘরে ডাকি, তাকেও মদ পান করতে দেই, এরপর আচমকা বুকের মধ্যে ছুরি চালিয়ে দিলাম, ধীরে ধীরে শফিকের লাশটাকে ঘরে শোয়ালাম আর আপনাকে অজ্ঞান অবস্থায় আমার ঘরে শফিকের পাশে সুঁইয়ে দিলাম, আর হাতের চাকু ও আঙ্গুলের ছাপ বসিয়ে দিলাম জায়গায় জায়গায়, আর অনামিকা তাঁকে তো ঘুম এর ঔষধ দিয়ে এমন ঘুম পারিয়েছি যে সে কিছুই জানে না।

আর মোবাইলে রেকর্ড টা সেদিন করে রেখেছিলাম, যেদিন আপনি আমাকে প্রস্তাব দিলেন, একটু এডিট আর কাট ছাট করে শুধু আপনার স্বীকারোক্তি টা রেখে দিয়েছিলাম, দেখুন তো কত কাজে লাগলো রেকর্ড টা আমার । আর হ্যা আমি তো অতো বোকা নই, ৫০০ কোটি ছেড়ে আপনার ফকিরের ভিক্ষা ১ কোটি টাকা নেব, কিছু কিছু ক্ষেত্রে ভাল মানুষ হতে হয় সেটা নিজের স্বার্থে … আর অনামিকা এখন আমার, এক কথায় রাজকন্যা আর রাজত্ব সবকিছুই হাসিল হল, এর চেয়ে আরাম আর ভালবাসা আর কোথায় পাবো বলেন?

ওহ বাই দ্যা ওয়ে। আমি আপনাকে ১ কোটি টাকা দিয়ে গেলাম আপনার ব্যঙ্কে, যদি প্রয়োজন লাগে খরচ করবেন আর হ্যা আপনার যদি ফাসি হয়েই যায়, তখন এই টাকা দিয়ে আপনি কি আর করবেন, তাই আপনার দেওয়া একটা চেকটাতে আমার নামে ১ কোটি টাকা লেখাই আছে, শুধু তারিখ বসিয়ে আমি উঠিয়ে নেব। আশা করি চুপচাপ থাকবেন আর আমার চাচি শাশুড়ি কিন্তু অনেক ভাল মানুষ, আপনার মাস্টার প্ল্যানের খবর টা জেনে খুব হার্ট হয়েছে। চাচি শাশুড়ির কথা চিন্তা করবেন না আমি আর অনামিকা উনাকে মায়ের ভালবাসাই দিয়ে যাব। আর হ্যা, চাচী থাক চাচির মতো, বাসায় কাজ এর জন্য রেখে দেব, আর অনামিকা, তার জন্য এখনো কিছু চিন্তা করিনি,

তবে তার জন্য মাস্টার মাইন্ড প্ল্যান রেডি করতে যাচ্ছি …। থাক না যতদিন বোকা থাকে ততই ভাল … প্রয়োজনে তাকেও সরিয়ে দেব…এমন ভাবে সরাব কেউ বুঝতেই পারবে না। আর হ্যা, আপনার ফাঁসির পর একটু থাইল্যন্ড ট্যুর দেব, শুনেছি সুন্দরী সুন্দরী মেয়েরা নাকি দারুন বডী ম্যসেজ করে সেখানে … আমি ঘুরে বেড়াব গোটা পৃথিবী। আর অনামিকা, থাক না বাসায়… খুব ভাল মেয়ে … বেশি বুঝে গেলে তার জন্যও বানাতে হবে নতুন করে মাস্টার প্ল্যান …। কারন আমি হচ্ছি সমস্থ ঘটনার মাস্টার মাইন্ড গেমার … এই বলে অট্টহাসি দিয়ে নাসিম চলে গেল গুলশানের বাড়িতে …।

সমাপ্ত ۔۔۔۔

কলমে : মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here