টিম Celestials বাংলাদেশের প্রথম নারী ই-স্পোর্টস প্রতিযোগিতা জিতেছে
টিম Celestials বাংলাদেশে প্রথমবারের মতো একমাত্র নারী ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার প্রথম এবং দ্বিতীয় রানার আপ ছিল যথাক্রমে টিম Wasabi Sirens এবং টিম Zetsubo।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) দ্বারা আয়োজিত, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মহিলাদের ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি বেসিসের ফ্ল্যাগশিপ তিন দিনব্যাপী প্রদর্শনী SoftExpo ২০২৩ চলাকালীন অনুষ্ঠিত হয়।
৫০ জন মহিলা অংশগ্রহণকারী সহ আটটি দল এই ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছে। সেখান থেকে তিনটি দল ফাইনালে অংশ নেয়। বিজয়ী দলকে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হয়।
সংগ্রহীত: মোঃ মনিরুল ইসলাম