ছোট গল্প ۔ আমি নন্দিতা

0
183

বইয়ের দোকানে অনেক ভিড় ۔ কারণ আজ প্রকাশ পেয়েছে জনপ্রিয় লেখিকা নন্দিতার লেখা ۔ নন্দিতার লেখা বেশি প্রিয় গরিব ও অসহায় মানুষদের কাছে কারণ তাদের কে নিয়েই মূলত লেখা ۔ তাদের কাছে খুবই প্রিয় এই লেখিকা ۔ ধনী ঘরের এই মেয়ে এমন জাদুকরী লেখা দেখে সবাই মুগ্ধ ۔ তবে আশ্চর্যের ব্যাপার আজ বই মেলায় প্রচুর ভীড়۔ লেখিকা নিজেও আজ উপস্থিত ۔ কারণ এই প্রকাশনি সবচেয়ে বেশি হিট হয়েছে ۔ সাংবাদিক ۔ ক্যামেরাম্যান সবাই হাজীর ۔ একটাই প্রশ্ন আপনি অসহায় মানুষদের নিয়ে লেখেন ۔ খুবই ভালো লাগে ۔ আর গল্পের এন্ডিং খুবই রহস্যে ভরা থাকে ۔ সবাই খুব আগ্রহ করে ইন্টারভিউ নিচ্ছে ۔ কিন্তু বই মেলার পাশেই শুনা গেলো অনেক হট্টগোল ۔ সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে পাশের জলাশয়ে ۔ একটু পর  নন্দিতা পুলিশ কে জিজ্ঞেস করলো “কি হয়েছে ঐখানে স্যার ۔ ” পুলিশ বললো ” আপনি বাসায় যান এখানে থাকা ঠিক হবে না ” আপনি উঠতি লেখিকা ۔ আরো নাম করবেন ۔ এখন  এখান থেকে চলে যান ۔ নন্দিতা কিছু জিজ্ঞেস না করে  গাড়ী নিয়ে বাসায় ফিরে গেলো ۔ বাসায় টিভির চ্যানেল  অন করলো ۔ খবর আসলো বই মেলার পাশে পরিচয় বিহীন  একজনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার ۔ নন্দিতা মুচকি আসছে আর বলছে ” আমি নন্দিতা ,আমার সর্বশেষ লেখার গল্পের নায়কটি আজ খবরে ۔ আমি আগে বেকার ও অসহায় ও এতিমদের জোগাড় করি ۔ তাদের সাথে মিশে যাই ۔ এরপর তাদের নিয়েই বাস্তবতার গল্প লিখি ۔ আমার লেখায় থাকে বাস্তবতার রক্ত ۔ তাই আমি এতো জনপ্রিয় “۔ নন্দিতা পরের গল্প লিখতে শুরু করে আর খুঁজতে  থাকে অনাথ ও গরিব  কাউকে ۔۔۔ যাকে মেরে ফেলকেও তার হদিস কেও জানবে না

লেখক : মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here