গল্পের প্রকার : ছোট গল্প
۔অনেক কষ্ট হচ্ছে কার্তিক এর আজ ۔ হাত পা গুলো তার ঠান্ডা হয়ে আসছে ۔۔۔ ভীষণ ভাবে ক্লান্ত ۔ কিন্তু সে দেখতে পাচ্ছে তার চারপাশে মানুষ ۔ কিন্তু সেও কিন্তু তার মৃত দেহটাকে দেখতে পাচ্ছে ۔ কিন্তু কিছুই করার নাই۔ সে আজ মৃত ۔ অনেকে আবার তাকে ফিসফিস করে গালাগাল করছে বাজে একটা লোক ছিল ۔ কার্তিক এর কান্না পাচ্ছে ۔ কারণ তার দেহটাকে একটু পরেই স্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে ۔ কিছুই থাকবে না ۔ সে ভাবছে কত ক্ষমতাধর মানুষ ছিল সে ۔ তার পায়ের কাছে সবাই থাকতো কিন্তু আজ সে সবার পায়ের কাছে ۔۔
কার্তিক এর দেহ স্মশানে ۔ একটু পরেই জ্বলে উঠলো দাও দাও আগুন ۔ নিমিষেই ছাই ভস্মে পরিণত হলো তার দেহ অথচ মরে যাবার পর থেকে ছাই হওয়া পর্যন্ত সবই সে দেখতে পেলো ۔۔۔
তবে এখন সে আরো বিরক্ত ۔ কারণ মৃত্যুর পরেও সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু তাই না সে উড়েও বেড়াচ্ছে ۔ কিন্তু এই উড়ে আর ঘুরে বেড়ানোর কোনো আনন্দই নাই ۔ কারণ পাপ করার দরুন সৃষ্টিকর্তা তাকে মৃত্যুর পর পরেই মাছি বানিয়ে পুনর্জন্ম করে পৃথিবীতে পাঠিয়েছেন ۔ এটা তার পাপের ফল ۔এখন সে তার নিজের ঘরেরই পঁচা বাসি খাবার খায় ۔খুব সাবধানে উড়ে উড়ে বসে আর এটাই তার শেষ পাওয়া পুনর্জীবন ۔ এর পর মারা গেলে সে আর পুনর্জীবন পাবে না ۔ সরাসরি চলে যাবে পরপারে ۔۔۔ এই পূর্জন্ম এর অভিশাপ তাকে প্রতিমুহূর্তে মেরে চলছে ۔ প্রতিনিয়ত সে তার জীবন বাঁচানোর চেষ্টায় থাকে ۔ কেউ মশার ব্যাট নিয়ে আঘাত করে কেউবা ঝাড়ু নিয়ে সটাং করে বিছানায় মারে ۔ টার্গেট বেচারা সে নিজেই ۔
এখন এভাবেই চলছে তার নিজ বাড়িতে ۔ কান্নায় বুক ফেটে যায় কিন্তু কিছুই করার নাই ۔ এমন কি তার নিজের ছবিতে বসলেও বাড়ীর কাজের লোকেরা গামছা নিয়ে তেড়ে আসে ۔۔
এভাবে কার্তিক মাছির জীবন চলছে প্রায় দুই বছর ۔۔۔ এখন সে মৃত্যুর জন্য অপেক্ষা করে কিন্তু সে বুঝতে পারে স্বাভাবিক মৃত্যু তার কপালে নাই ۔۔۔ মানুষের কারো ঝাঁটার বারী খেয়েই তাকে মরতে হবে ۔ কিন্তু সেটাও কি সহজ ۔ মোটেও না ۔ কারণ সে এখন জানে আত্মহত্যা করলে সে আরো নরকে যাবে ۔۔ তাই প্রতিনিয়ত প্রাণ বাঁচানোর চেষ্টায় থাকে আর তার বেঁচে থাকাকালীন কৃত পাপ সমূহের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে থাকে
সে এই পুনর্জন্মের অভিশাপ থেকে মুক্তি পেতে চায় ۔۔۔۔
চিৎকার করে বলতে থাকে ۔ আমি মুক্তি চাই ۔۔۔আমি মুক্তি চাই ۔۔ আমি মুক্তি চাই ۔۔۔
কিন্তু কেউ শুনে না তার এই আর্তচিৎকার
লেখক : মোহাম্মদ সোহেল রানা