মুজিব

0
287

গত ১৩ই অক্টোবর দেশ জুড়ে মুক্তি পেল বহুল প্রতিক্ষিত ছবি “মুজিব: একটি জাতির রূপকার” “MUJIB : THE MAKING OF A NATION ”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, শেখ ফজিল্লাতুন্নেসা মজিব (রেনু) চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি, রিয়াজ, ফজলুর রহমান বাবু, শহিদুল ইসলাম সাচ্চু, তুষার খান, গাজী রাকায়েত, রোকেয়া প্রাচী, সামান্থা রহমান, ইমাম হোসেন সাজু, দিলারা জামান, সাবিলা নুর, ওয়ানিয়া জারিন আনভিতা, তৌকির আহমদ, এ কে আজাদ সেতু, এলেনা সাম্মি, সাব্বির হোসেন, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, খন্দকার হাফিজ, সমু চৌধুরী, সিয়াম আহমেদ, সুজন আহমেদ, মিসা সউদাগর, জায়েদ খান, শতাব্দী ওয়াদুদ, দিপক অনান্তি, রোহান রয়, অমিত ঘোষ, চন্দ্র শেখর দত্ত, অজয় চক্রবর্তী, সহ আরও অনেক একঝাক খ্যাতিমান অভিনেতা ও অভিনেত্রী
ভারতীয় পরিচালক ও চিত্র নাট্যকার শ্যাম বেনেগল পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ভারতেও মুক্তি পাবে ২৭ অক্টোবর

মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here