বিদেশি কূটনীতিকদের ইফতারের আয়োজন করেছে জাতীয় পার্টি

0
213

বিদেশি কূটনীতিকদের ইফতারের আয়োজন করেছে জাতীয় পার্টি

রোববার (২ এপ্রিল, ২০২৩) জাতীয় পার্টি বাংলাদেশে কর্মরত বিদেশী কূটনীতিকদের সম্মানে শহরের একটি হোটেলে ইফতার পার্টি ও নৈশভোজের আয়োজন করেছে।

এছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।

ইফতার পার্টি ও ডিনারে প্রায় ১৮টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিসহ ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত, কসোভো রাষ্ট্রদূত, আলজেরিয়ার রাষ্ট্রদূত, ইরানের রাষ্ট্রদূত, চীনা রাষ্ট্রদূত প্রমুখ উপস্থিত ছিলেন।

Sponsor By BAY JUTE LIMITED

জাতীয় পার্টির পক্ষে দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

অতিথিদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ডা. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here