ফাল্গুন

0
149
Falgun

শেষবার যখন আকাশ থেকে জল গড়িয়ে নেমেছিল সেই ফাল্গুন মাসে গাছে লাল ফুল ফুটেছিল।তারপর একসময় বাতাসে গরম মিশলো।একটু একটু করে মাটি ফাটতে লাগলো।বড় কিছু গাছ,যাদের জান খুব কঠিন,তাদের ছাড়া সব পাতার,ঘাসের রঙ বদলে গেলো ।প্রথমে পোড়া পোড়া,তারপর ঝরে গেলো।

মেঘ ফুড়ে বরফ পড়লো,বৃষ্টি হল ……..ফাল্গুন মাসের ধুলো ধুয়ে মুছে গেলো।ন্যাড়া  গাছটায় একগুচ্ছ সবুজ পাতা দেখা দিলো। গাঢ় ম্যাজেন্টা পাতাবাহারের রুপের ঝলকে চোখ ঝলসায়।আম গাছটায় কচি পাতা। ইশ! কচি পাতা চটকে গন্ধ শোঁকা হয় না কতো দিন ! কামরাঙ্গা গাছে নতুন এক জোড়া নব দম্পতি বাসা বানিয়েছে।ভারী খুনসুটি সারাদিন।

জানালায় মেঘলা আকাশে তুলোর বলের মতো ছোট ছোট টুকরো মেঘেরা অলস ঘুরে  বেড়ায়।ঢের দিন পরে আছে-বর্ষা আসার।সাদা পায়রাগুলো কোথায় যে গেলো ! ইতিউতি.. ফিসফাস..দীর্ঘশ্বাস…

একটা মাউথ অর্গানের সুর শুনতে পাই,কল্পনায়।

নীল কালো মাউথ অর্গান একাই বেজে যায় …………

ভরা বর্ষায় জল ভরা আকাশ নিয়ে  নদীর পাড় বেয়ে মাইলের পর মাইল হেঁটে যাওয়ার স্বপ্ন টা আমার আবার দেখতে ইচ্ছে করে। জানালা বন্ধ করে পর্দা টেনে দেই।চোখ বন্ধ করি।

#ফাল্গুন

ঊর্মি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here