তারকাখচিত পর্ব নিয়ে ঈদের ঐতিহ্য বজায় রেখেছে ‘ইত্যাদি’
প্রতিটি ইত্যাদি ঈদ-উল-ফিতর উদযাপনের মতোই, শোটি শুরু হয় জনপ্রিয় ঈদ ট্র্যাক, “রোমজানের ওই রোজার শেষ এ” দিয়ে।
এছাড়াও, ভক্তরা ১৫০ টিরও বেশি শিল্পীর পাশাপাশি প্রখ্যাত নৃত্য ব্যক্তিত্ব শামীম আরা নিপা এবং শিবলী মোহাম্মদের পরিবেশিত একটি ‘ত্রিমাত্রিক’ নৃত্য আবৃত্তিও দেখতে পাবেন।
অনুষ্ঠানটিতে শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির এবং শরিয়ার নাজিম জয়ের সাথে একটি অনন্য আলোচনা প্যানেলও থাকবে।
এরপর নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় তারকা মাহফুজ আহমেদ ও বুবলী। অনুষ্ঠানটিতে সংগীতানুষ্ঠান উপস্থাপনা করেন সজল নূর, সারিকা সুব্রীন, রিচি সোলায়মানসহ বিশিষ্ট শিল্পীরা।
প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসানও শোতে উপস্থিত হয়ে এবং চারজন নির্বাচিত দর্শকের সাথে কথা বলেন।
ইত্যাদি বরাবরের মতোই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে লোকগান ও গ্রামীণ খেলার মাধ্যমে।
সংগ্রহে: মোহাম্মদ মনিরুল ইসলাম