স্বচ্ছ কাঁচের ভালোবাসা ও একটি গোলাপ ফুলের গল্প (চতুর্থ পর্ব)

0
188
Clear Glass Love and the Story of a Rose Flower (Part IV)

পরেরদিন সকাল বেলা , বিপাসার জ্ঞান ফিরেছে , তার সামনে দাঁড়িয়ে আছে আব্রাহাম , বিপাশা নিজেকে আবিষ্কার করল কাঁচের জারের ভেতর , তার নাকে নল লাগানো , বিপাসার মস্তিস্ক ব্যতিত আর কোন অংশই কাজ করছে না , শুধু অপ্লক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে , তাঁকে পরানো হয়েছে টাইট ফিটিং জিন্স ও স্লিভ্লেস টিশার্ট , আধুনিক স্টাইলে পেট ও নাভির অংশ যাতে দেখা যায় , সেই ভাবেই আব্রাহাম তাঁকে সাজিয়েছে , হাতে একটা গোলাপ ফুল , অদ্ভুত সুন্দর দেখাচ্ছে বিপাশাকে, এক পা সামান্য ভাজ করা সেই হাঁটুর উপর বিপাশার একটি হাত রাখা আরেক হাত সামান্য ভাজ করে গোলাপ হাতে দাঁড়িয়ে রয়েছে ,আব্রাহাম বলল বিপাশা , আমি তোমাকে অনেক ভালবাসি , যেমন ভাল বেসেছিলাম তাদেরকেও , তোমাদের কোন চিন্তা নেই , বিশেষ প্রযুক্তি দিয়ে তোমাদের সবাইকে চীর যৌবন রাখা হবে , আর তিন বেলা খাবার ও পানিও ও প্রয়োজনীয় অক্সিজেন এই নল দিয়ে পৌঁছে যাবে , আর তোমাদের খাবার খাওয়ার পর বর্জ্য গুলো বিশেষ কায়দায় কাঁচের নিচের থাকা পাইপ দিয়ে বের হয়ে যাবে , সামনে একটা বিশাল টিভি স্ক্রিন রয়েছে , যেটা সারাক্ষন চলবে , তোমাদের যাতে বোরিং না লাগে তাই এই ব্যবস্থা ,আর আমি প্রতি সপ্তাহে একবার এসে তোমাদের সাথে মিলিত হব বিশেষ পদ্ধতিতে , আমি যতই চেষ্টা করি নতুন কাউকে পছন্দ করব না , ততই পছন্দ হয়ে যায় , কি আর করব , বিপাশার আর কিছুই করার নেই , সে বুঝতে পারছে , সে আর কোনদিনও ফিরে যেতে পারবে না , তার চোখ দিয়ে শুধুই অস্রু গরগরিয়ে পড়ছে ,                                                                                 চলবে…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here