এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলংকার সাথে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নামে। শ্রীলংকার বোলিং তোপের মুখে শান্ত ছাড়া আর কেউই দাঁড়াতে পারে নাই ।নির্ধারিত ৫০ওভারে মাত্র ৪২.৪ ওভার পর্যন্ত বাংলাদেশ খেলতে সমর্থ হয়।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাটিং করতে নেমে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
মাথিশা পাথিরানা চারটি উইকেট নেন ।১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার বাকি থাকতে শ্রীলংকা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় সাবলীল ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সামাবিক্রমা। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন আসালাঙ্কা। ৯২ বল খেলে তিনি করেন ৬২ রান। ৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান দুইটি উইকেট পান
শ্রীলংকা পাঁচ উইকেট অক্ষত রেখে জয় পায়।