যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

0
374
Bangladesh cricket

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিংয়ে ৪ উইকেট নিয়ে ধস নামালেন বাঁ-হাতি পেসার মারুফ মৃধা । তার দুর্দান্ত বোলিংয়ে ভারতের ইনিংস থেমে যায় ১৮৮ রানে।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সেই রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরিফুল ইসলাম ও আহরার আমিনের ১৩৮ রানের জুটিতে বাংলাদেশের তরুণরা আবারও সেই ধাক্কা কাটিয়ে উঠে। শেষ পর্যন্ত ৪৩ বল হাতে রেখে ভারতকে চার উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের তরুণরা। পরদিন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আজ শেষ সেমিতে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে তারা।
ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করতে পারেনি বাংলাদেশ। জবাবে ৩৪ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মারকুটে ওপেনার জিশান আলম (০) ইনিংসের প্রথম ওভারে বোল্ড হয়ে ড্রেসিংরুমে যান রাজ লিম্বানির বোলিংয়ে। ষষ্ঠ ওভারে নমন তিওয়ারির হাতে উইকেট তুলে দেন ১৩ রান করা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে ওপেনার আশিকুর রহমানের আউটে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা আশিকুর ২২ বলে ৭ রান করে রানআউট হয়ে যান।


বাংলাদেশের রান তখন ৯.৪ ওভারে ৩ উইকেটে ৩৪। এই বিপদ থেকে ঘুরে দাঁড়াতে জুটি চেয়েছিল বাংলাদেশ। আরিফুল ইসলাম ও আহরার আমিনের লড়াকু ব্যাটিং সেই লক্ষের দিকে ধাবিত করে ।
বাংলাদেশের দুই পেসারের বোলিং ও ফিল্ডিংয়ের সুবাদে ভারত ৬১ রানে ৬ উইকেট হারায়।
মুশফিকুর রহমান ও অভিষেক মুরুগানের হাফ সেঞ্চুরির সুবাদে ভারতের ভাগ্য ঘুরে যায়। তাদের দৃঢ় ব্যাটিং ৪২.৪ ওভারে ভারতকে একটি অনিশ্চিত অবস্থান থেকে আরও সম্মানজনক ১৮৮ রানে অলআউট করেছিল। অধিনায়ক মাহফুজুর রহমানের বলে আউট হওয়ার আগে ৬১ বলে ৫০ রান করেন মুশফিক। অভিষেক, মারুফ হাসানের বলে আউট হওয়ার আগে ৭৪ বলে ৬২ রান করেন। তাদের আউটে ভারতীয় ইনিংস গুটিয়ে যায়।

                                                                                                    হেদায়েত উল্লাহ সিদ্দিকী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here