মিরপুর টেস্টে নাজমুল হাসান শান্ত ও মুমিনুলের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৬৬২রানের রেকর্ড লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথম ৩৮২রানের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৬৬২রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪৫সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। জয়ের জন্য এখনো ৬১৭ রান প্রয়োজন আফগানদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট।
তৃতীয় দিনেও সাবলীলভাবে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির-শান্ত। তবে দলীয় ১৯১ রানে উইকেট হারায় বাংলাদেশ। ৯৫বলে ৭১রান করে রান আউটে কাটা পড়েন জাকির। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শান্ত।
১১৫রানে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই এই ব্যাটার। এর আগে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক।
শান্তর পাশাপাশি মুমিনুলও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫৫সংগ্রহ করে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতি থেকে ফিরে দলীয় ২৭৪রানে আউট হন শান্ত। ১৫১বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে যান এই ব্যাটার।
শান্তর বিদায়ের পর ক্রিজে এসেই আউট হন মুশফিকুর রহিম। দলীয় ২৮২ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান মুশফিক। এর পরই ৬৭ বলে অর্ধশতক পূরণ করেন মুমিনুল। লিটনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুমিনুল।
৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। মুমিনুল ১১৮ বলে ৯৫ ও লিটন ৪৭ বলে ৪৮ রানে অপরাজিত থেকে বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরে ৫৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন। এরপর ১২৩ বলে নিজের শতক পূরণ করেন মুমিনুল। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুল ১৪৫ বলে ১২১ ও লিটন ৮১ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।
হেদায়েত উল্লাহ সিদ্দিকী