বঙ্গবন্ধু ও ৭১ এর মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে পাকিস্তানি প্রেক্ষাগৃহে আসন্ন রোজার ইদে মুক্তি পেতে যাচ্ছে “হোয়ে তুম আজনাবী” কামরান শাহিদ এর পরিচালনায় এই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চরিত্রে অভিনয় করেছেন পাক অভিনেতা মেহমুদ আসলাম , ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জিনাত ও নিজামুদ্দিনের প্রেম কাহিনি উঠে এসেছে ,ছবির প্রধান এই দুই চরিত্রে অভিনয়
করেছেন পাকিস্তানি মডেল ও অভিনেতা মিকাল জুলফিকার ও অভিনেত্রী সাদিয়া খান । মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চরিত্রের পাশাপাশি এই ছবিতে ভারতের ইন্ধিরা গান্ধির উপস্থিতিও দেখানো হয়েছে ,ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী আবিদা পারভিন তবে “হোয়ে তুম আজনাবী” বাংলাদেশের ঢাকাতে আসার ও শুটিং করার অনুমতি না পাওয়াতে পাকিস্তানেই বাংলাদেশের ও ঢাকার বিভিন্ন স্পটের সেট বানিয়ে করা হয়েছে ছবিটির শুটিং
রিপোর্ট: মোহাম্মদ সোহেল রানা