এবারের রেকর্ড গরমে অতিষ্ঠ ভারত ও বাংলাদেশ সহ অনেক দেশের মানুষ। প্রচণ্ড গরম সহ্য না করতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে এক ভারতের নাগরিক । সূর্য যেখানে ভারতের সনাতন ধর্মের অন্যতম দেবতা, সেই সূর্য দেবতার বিরুদ্ধেই অধিক তাপ বিকিরন করার অভিযোগে মামলা দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের এক হিন্দু বাসিন্দা।
শিবপাল সিং নামের এক ব্যক্তির ঠুকে দেয়া মামলায় সূর্যের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। মামলাটি দায়ের করেছেন স্থানীয় শাজাপুর থানায়। সূর্যের উত্তাপে বিরক্ত হয়ে তিনি এই মামলাটি করেন বলে জানা গিয়েছে
শুধুই মামলা করেই ক্ষান্ত হন নাই মহাশয় , ভারতীয় দণ্ডবিধির ১৯৭৩ সালের ১৫৪ ধারায় সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আর্জি জানিয়েছেন তিনি । যা ইতোমধ্যে দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শাজাপুর থানার পুলিশ এখন আজব এই মামলা নিয়ে মহা ঝামেলায় পড়েছে । কারণ এই ধরনের মামলা পৃথিবীতে আর কোথাও হয়েছে কি না তাদের জানা নেই। এর আগে অন্য কেউ এই ধরনের মামলার কথা শুনেছেন বলেও তাদের জানা নেই। এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের শাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেন্দ্র ভার্মা জানিয়েছেন, মামলাটি যেহেতু প্রকৃতি বিষয়ক, তাই এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করা বা ব্যবস্থা নেয়া সম্ভব নয় পুলিশের জন্য। তাই বিষয়টি এড়িয়ে চলছেন থানা কর্তৃপক্ষ।
রিপোর্ট: মোহাম্মদ সোহেল রানা