আজ ১৭ ই এপ্রিল নতুন করে উত্তরার একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ۔সকাল সাড়ে দশ টার সময় বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ۔শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ۔মার্কেটটিতে কাপড়ের দোকান ছাড়াও বাইক সার্ভিস সেন্টার সহ অন্নান্য মুদি দোকানও রয়েছে ۔
রিপোর্ট: মোহাম্মদ সোহেল রানা