কবিতার আসর

0
244

মন তুমি তো মন বোঝো না
মনের পায়ে সোনার বেড়ি?
ছুটছে আকাশ মেঘের সাথে
সব কিছুতেই তোমার দেরি।

*******************

কবে থেকে চেনা,কতটুকু চেনা,
একসাথে হাঁটা কতটুকু পথে?
আনমনা মনে সদাই সরবে
অনুভবে আমরা জীবনের রথে!
যে আলোতে উদ্ভাসিত দিন,
সে আলোতে একটি জীবন হাসিয়ে দিক !
প্রার্থনা!
সকাল আসুক,রৌদ্রের দিন,
আলোর ঝরনা,বাজুক বীণ!

********************

বহুদূর দেখা সুখ
যদি দেখো কোন মুখ
পাঠাবে না কভু তারে হৃদয়ে’র ডাক
কেউ যদি ফিরে ডাকে
সব ভুলে নিও তাকে
আলোর ঝিলিক তার থাক বা না থাক।

**************************

হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে,
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ
আকাশ সেঁচা জলে ।

************************

চারদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো,
হয়তো তুমি নিজেই আলো………………..।

*******************************

বিষাদের আকাশ ছুঁয়ে বলি
” ভালো আছি”
” ভালো আছি” ডেকে বলি অচেনা শহর ।
অচেনা মানুষ বলে”
কতটুকু কার ছিলি তুই?
কতটুকু কে তোর ?
আমি বলি , আমি নেই।
হারিয়েছি সেই কবে,
পরবাসী মেঘের ভেতর।।।।

*************************

দুপুরের তপ্ততা বড়ই মলিন আমার কাছে,
আমি খুঁজে নিয়েছি তার শুভ্রতাটুকুই।
আর তাই উদাস দুপুরে আমি উদাসীন,
তিক্ততা ঝেড়ে ফেলে ডুব দিয়েছি দুপুর শিল্পকলায়।

*******************************

আমি ঘর ছাড়িয়া, বাহির হইয়া জ‍‍্যোসনা ধরিতে যাই।
হাত ভর্তি চাঁদের আলো,
ধরতে গেলেই নাই।।।

*************************

এখানে ভীষণ নেমেছে আঁধার
যায় না কিছুই চেনা
বাঁচার ক্ষণিক ইচ্ছেরা সব
মৃত্যু দিয়েই কেনা।।

তবুও আমরা বেঁচে থাকি রোজ
অন্ধকারের তলে
চোখ খুলে সব নতুন নতুন
মৃত্যু দেখবো বলে।।

*************************

একটুস সময় কি হবে ….
মধ্যাহ্নের কোনো এক ক্ষণে..
কোলাহল মুক্ত কোনো এক অঙগনে
হৃদয়ের নিমিত্তে তৃষ্য নীল নয়নে…
হবে কি দেখা …শুধু…
তুমি আমি দু’জনে…!!!

*************************

মাধুকরী সুখ
আশার ঝিনুক,
বেহালার তার
বেদনার ভার।
বিহ্বল চোখে
কোন আলোকে?
প্রশান্তির ছাপ
সুরের আলাপ।
পাখির মায়ায়
নিজের ছায়ায়,
পাললিক মন
খুঁজে স্বজন।

*************************

ভালবাসতে পারে অনেকেই,
ভালো রাখতে পারে কজন !
ভালো রেখে ভালোবাসে যে,
সেই তো আসল প্রিয়জন ♥️♥️

*************************

তোমার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে একেকটি মুখরিত বিকেলে হেঁটে যাবো অনেক দূর।
তোমার বাহুতে জড়িয়ে হাঁটবো শহরের এলোমেলো রাস্তায়।
জোৎস্না আমাদের রাতভর পাহারা দিবে।

*************************

কত না প্রণয়, ভালোবাসাবাসি,
অশ্রু সজল কত হাসাহাসি।
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে…
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে।

*************************

আয় রঙ মেখে দেই তোকে,
তোর স্বপ্ন সাজাই চোখে,
তোর ওইটুকু হাত-ছোঁয়ায়
পাখি গায় আনন্দলোকে।

*************************

বিষাদ লেগেছে পায় কোন্ খানে সমাপ্তি দাঁড়ায়
ভুলবাক্য ভুলসন্ধি ফেলেছি গোপন ঠিকানায়।

হে অপেক্ষা
সমাপ্তি লেখো না।
এখনও থামাতে পারি পূর্ণযতিচিহ্ন।

শেকড়ে নিহিত গাছ আকুলিবিকুলি
কোন্ মন্ত্রে পদ্ম জন্মে হারিয়েছি বিবিধ সকলই।

গৃহসুখ ক্ষেত্রফল কোথায় জমেছে পদ্মরাগ
হে চেরাগ
আবার জ্বলুক গৃহকোণে শান্ত অধিবাস।
শায়িত চোখের মাঝে মগ্ন ঘনমেঘ।

যে পাখি বিভাস জানে
সে জানে কখন খুলবে রুদ্ধদ্বার
আমাদের ব্যাধজন্ম কখনও করিনি অস্বীকার।

ঝিরিঝিরি প্রস্রবণ কোন্ খানে মিলে মোহনায়

নিশিজন্ম জেগে উঠে। আমাদের কি যে আছে দায়।

আহমেদ রাসেল

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here