ডাক্তার তানজিবা রহমান একজন দক্ষ চিকিৎসক এবং সফল ফ্রিল্যান্সার।

0
771
Dr. Tanjiba Rahman is an accomplished physician and successful freelancer.

ডাক্তার তানজিবা রহমান একজন দক্ষ চিকিৎসক এবং সফল ফ্রিল্যান্সার। তিনি বর্তমানে  বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলমেন্ট সোসাইটির  (বিএফডিএস) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। “দ্যা সেইলর” ম্যাগাজিনের সাথে এক মুখোমুখি সাক্ষাৎকারে তিনি ফ্রিল্যান্সার পেশায় বিভিন্ন প্রতিকূলতার সম্মূখীন হওয়া সত্বেও নিজের অদম্য ইচ্ছা, পরিশ্রম ও মেধার মাধ্যমে  কিভাবে সম্পৃক্ত হলেন সেটা তিনি এখানে উপস্থাপন করেন ۔ পাশাপাশি উনার একাগ্রতা, নিষ্ঠা এবং সততার সাথে আজকে প্রায় সাড়ে দশ লক্ষ ফ্রিল্যান্সারদের টিকিয়ে রাখার জন্যও কাজ করে যাচ্ছেন ।

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা আনয়ণ করে দেশের উন্নতিতে সাহসী এক ভূমিকা পালন করে চলেছেন। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার হিসেবে কিভাবে ভবিষ্যতে পরিকল্পনার মাধ্যমে দেশে দক্ষ ফ্রিল্যান্সারদের কর্মসংস্থান করা যায় সেই সকল বিষয়ে তিনি “দ্যা সেইলর ম্যাগাজিন” কে দেওয়া এক বিশেষ  সাক্ষাৎকারে  বলেন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব আরোপ করেন।

তার নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় ফ্রিল্যান্সার হিসেবে তিনি  আজ পৌঁছে গেছেন অনন্য এক উচ্চতায়। নতুন প্রজন্ম এবং নবাগত ফ্রিল্যান্সারদের জন্য তিনি বাতিঘর এর মতই। “দ্যা সেইলর ম্যাগাজিন” টিমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ফ্রিল্যান্সিং এর সাফল্যময় কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরেন।

প্রতিবেদন টিম “দ্যা সেইলর ম্যাগাজিন”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here