বর্তমান প্রেক্ষাপট
…………..
আরিফ সাহেব এর সাথে দেখা করতে এসেছে নাসিম “ চাচা আপনি জলদি জেল থেকে বের হন, আমি আর অনামিকা আপনার পক্ষেই কথা বলব, মদ্যপ ছেলেকে খুন করেছেন অনিচ্ছাকৃত, অনামিকার ইজ্জত বাঁচাতেই এটা করেছেন, আমি উকিল ঠিক করে রেখেছি, আর আপনি বের হবার পরেই অনামিকার সম্পত্তি লিখে দেব আর আমার ১ কোটি টাকার যে চেক টা আমায় দিয়েছেন সেটাতে আমি তারিখ বসিয়ে উঠিয়ে নেব, সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেবার পর ” আগে আপনি বের হবার ব্যবস্থা করেন। আরিফ সাহেব কান্না বিজড়িত কণ্ঠে বলে, আমি আর কি করব সম্পত্তি দিয়ে, আমার ছেলেই তো নেই, সব আমার পাপের শাস্তি “ আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর ১ কোটি টাকার চেক টা ডেট বসিয়ে উঠিয়ে নেবে, আমি ব্যঙ্কে সব বলে রেখেছি, আমি বের হবার পর এই ১ কোটির সাথে আরও ১ কোটি পাবে, আগে বের কর আমায়, এই বলে আরিফ সাহেব ভেতরে চলে গেলেন, নাসিম বুঝতে পারে চাচা আবারও মাইন্ড গেম খেলছে,
কিছু মাস পরে আদালতে তোলা হল আরিফ সাহেবকে, সব কিছু তাঁদের পক্ষেই গেল, অনামিকা আর নাসিম চাচার পক্ষে রায় দেয়, জর্জ এটাকে একটি নিছক দুর্ঘটনা ও ভাতিজীর ইজ্জত বাঁচাতে অনিচ্ছাকৃত ভাবে খুন এই বলে রায় দিল আর রায় এর কপিতে চূড়ান্ত রায় লেখার আগে নাসিম আচমকা বলে উঠলো “ইউর অনার আমার আরও কিছু বলার আছে, রায় দেবার আগে আমার কথা একটু শুনবেন ” নাসিম আদালতে তার মোবাইল ফোন টা লাউড স্পিকারে ছাড়তে বলে,
লাউড স্পিকার ছাড়া হল আর সাথে বড় স্পিকারে মোবাইল বসানো হল, আদালতের সবাই মোবাইলের কথা শুনছে, মদ্যপ অবস্থায় আরিফ সাহেব বলছে “আরে আমি তো অনামিকার বাবা মায়ের দুর্ঘটনার কথা আগেই জানতাম, আমি আগেই গাড়ির ব্রেক ফেল করে রেখেছিলাম, এমন ভাবে সেট দিয়েছি যে ৮০ কিলো মিটার বেগে গেলেই ব্রেক ফেল, আর তাই হল, আর অনামিকার ৫০০ কোটি টাকার সম্পত্তি আমি ভোগ করব, এই জন্যই তো অনামিকাকে আমি বোকা বানিয়ে রেখেছি, আর আমার এই পথে যে বাধা দেবে তাকেও আমি দুনিয়া থেকে সরিয়ে ফেলব ” স্পিকারে এই কথা শুনে পুরো আদালতে গুঞ্জন শুরু হয়ে যায়।
চলবে ۔۔۔۔۔۔
মোহাম্মদ সোহেল রানা