বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশেরে অতি সংক্ষিপ্ত সফর শেষে ভারতের কলকাতার উদ্দেশে আজ বিকেলে ঢাকা ত্যাগ করেছেন।
৩ জুলাই সোমবার ভোর সাড়ে পাঁচ টায় আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন । এই সফরে অতি অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দেন তিনি।
বাংলাদেশের এই সফরে তার স্পসর ছিলেন ফান্ডেড নেক্সট নামের একটি প্রতিষ্ঠান । প্রতিষ্ঠান এর সি ই ও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ ও চিফ স্ট্রেটাজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব এর সঙ্গে এক টি পাঁচ তারকা হোটেলে প্রানবন্ত সময় কাটান তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ
মোহাম্মদ সোহেল রানা