আফগানিস্তানকে ৫৪৬ রানে বিধ্বস্ত করে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের

0
187

মীরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। শুধু নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসেই নয়, বরং গত ৮৯ বছরের সার্বিক টেস্ট ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জিতলেন লিটন দাসরা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বের আর কোনও দল এত বেশি রানের ব্যবধানে টেস্ট ম্যাচ জেতেনি।

টেস্টের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। তারা ১৯২৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারায় ৬৭৫ রানের ব্যবধানে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার নাম। তারা ১৯৩৪ সালে ওভালে ইংল্যান্ডকে হারায় ৫৬২ রানে। সম্মানজনক এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেয় বাংলাদেশের এই দাপুটে জয়।

টেস্টে ৫০০ বা তারও বেশি রানে জয়ের নজির রয়েছে আরও একটি। ১৯১১ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ১১২ বছর আগে গড়া অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে দেয়।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮২ রানে অল-আউট হয়। নাজমুল হোসেন শান্ত ১৪৬ রান করেন। ৫টি উইকেট নেন নিজাত মাসুদ। পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৪৬ রানে অল-আউট হয়। ৩৬ রান করেন আফসর জাজাই। এবাদত হোসেন ৪টি উইকেট দখল করেন। প্রথম ইনিংসের নিরিখে ২৩৬ রানের বড়সড় লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১২৪ ও মোমিনুল হক অপরাজিত ১২১ রান করেন। শেষ ইনিংসে অফগানিস্তান অল-আউট হয় ১১৫ রানে। ৩০ রান করেন রহমত শাহ। ৪টি উইকেট নেন তাস্কিন। ম্যাচের সেরা হন নাজমুল হোসেন শান্ত ।

    হেদায়েত উল্লাহ সিদ্দিকী

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here