আমি রানু বলছি দ্বিতীয় পর্ব

0
225

চোখ মেলে রানু দেখতে পায় সে বিছানায় , তার আশেপাশে আসিফ সহ অনেক মানুষ , আসিফ বলে “আজ শফিক ভাই তোমাকে সময় মতো না ধরলে তুমি নিচে  পড়ে যেতে , তবে রানু বলতে থাকে “আমি কিন্তু কর্নারে যাই নাই ”, এই সময়  সবাই বলাবলি করতে থাকে , এই বাসায় আগের রানু আপনার  মতই ছাঁদে বই পরত আর সেটা করতে গিয়েই তার মৃত্যু , সবাই সাবধান করে “ বই পড়ুক  ভাল  কথা , নিজের রুমে বসে গিয়ে পরবেন , ছাঁদে যাবার দরকার নাই “

কিছুদিন রানু বিশ্রামে , সে মনে মনে ভাবে যা হচ্ছে  তার মনের কল্পনা , অস্বাভাবিক কিছুই না , রানু আবারো পড়া শুরু করে , এবার বেশ ফুরফুরা মনে একবারে পড়ে শেষ করে দেবী গল্পটি , কোন সমস্যা নাই , একদমই  না , সে বুঝতে পারল পুরোটাই মনের ভুল ,

আজ আসিফকে নিয়ে রানু বের হবে , রানু আসিফের জন্য হলুদ পাঞ্জাবি আর তার জন্য হলুদ শাড়ি ব্যবস্থা করে রেখেছে , কারন সে আজ হিমু হবে তার আসিফকে  নিয়ে … আসিফও অনেক খুসি , কারন সে রানুকে অনেক ভালবাসে   , রানুর  এই পাগলামি তার ভাল লাগে , তাই তার সব কাজে তাঁকে সাপোর্ট দেয় , সারাদিন দুজনে ধানমণ্ডি লেকে ঘুরে সন্ধায় বাসায় ফেরে

কয়েক মাস পরের কথা , আসিফের পোস্টিং  হবে , ধানমন্ডি ব্রাঞ্ছ থেকে সে যাবে আবার  নারায়ণগঞ্জ  শাঁখায় , সকালে গিয়ে রাত ১০ টা বা ১১ টার আগে বাসায় ফেরা সম্ভব না , তবে এটা শুধু ১ মাসের জন্য , তারপর সে আবার ধানমণ্ডি ব্রাঞ্চে এসে পড়বে

রানুর মন খুব খারাপ , আসিফ বলে “ আরে বাবা , এত সারাদিনের ব্যপার মাত্র , আগে ফিরতাম সন্ধ্যা ছয়টায় আর এখন ফিরতে ফিরতে রাত হবে , এটাই পার্থক্য “ রানু তবুও মন খারাপ করে বসে থাকে ।

দুইদিন রানুর বই পড়ে সময় কাটল ,আজ ভাবল সে ছাঁদে যেয়ে সন্ধার ধানমণ্ডি লেকের পরিবেশ টা ছাদ থেকে উপভোগ করবে , আসিফ আজ আসতে  রাত হবে , তাই সে আজ একা একা ছাঁদে কাটাবে , , রাতের বেলায় ছাদ টা খুব চমৎকার লাগছে … একা একা সে হাঁটছে আর ধানমন্ডি লেকের অসাধারন সৌন্দর্য উপভোগ  করছে … হটাত কেও যেন তার পাশ দিয়ে চলে গেল ্‌্‌ রানু বলল কে , কে ওখানে , আচমকা দারোয়ান সফিক সামনে আসাতে সে চমকিয়ে যায়  , সফিক তাঁকে জিজ্ঞাস করে  “আপা আপনি এত রাতে আবারও কেন এখানে আপনারে বলছিনা , এইখানে আইবেন না , অসুবিধা আছে , আমাদের আগের রানু আপা কিন্তু এই ছাদ থেইকা পরিয়াই মরছে “ আপনি কি মরার লেইগা আইছেন ? রানু  রেগে গিয়ে বলে তুমি এখানে কি করছ , বলে তুমি যাও, “আমি কর্নারে যাব না “ শফিক বলে “আপা সাবধানে থাকবেন কিন্তু ”

লেখক : মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here