এবার জাজ মাল্টিমিডিয়ার
দারুন এক ঘোষণা দেবার মাধ্যমে আসন্ন ঈদে মুক্তি দিতে যাচ্ছে সিনেমা ‘জিন’। সিনেমায় জুটি বেঁধে পর্দায় আসছেন পূজা চেরী ও সজল নূর
জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি পূজা চেরীর ‘জিন’ কেউ সম্পূর্ণ প্রেক্ষাগৃহে একা দেখতে পারলেই পুরুস্কার হিসেবে দেয়া হবে এক লাখ টাকা!
তবে এর মধ্যে কিছু শর্ত মেনে তবেই দেখতে হবে “জিন” ছবিটি
শর্ত গুলো হচ্ছে
১। ভয়ের কারণে কোন দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয় ।
২। হলের বাহিরে একটি এম্বুলেস থাকবে ।
৩। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও এম্বুলেন্স ভাড়া দিতে হবে ।
৪। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ ১ লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে ।
সংগৃহিত : মোহাম্মদ সোহেল রানা