মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির (বিজেকেএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে সারাদেশে ৪৮৭টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত এবং ১,১৩৮ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৯০ জন নারী ও ৫০ জন শিশু। যাত্রী কল্যাণ প্ল্যাটফর্ম বিজেকেএস বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে। অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি।
মার্চ মাসে নয়টি নৌপথে দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে এবং ৫৩টি রেল দুর্ঘটনায় ৪৭ জন মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে।
মোঃ মনিরুল ইসলাম