হাতের চামড়া থেকে ইতিমধ্যে রক্ত ঝরছে ফারিহার, পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, হাতের কব্জিতে আঘাত লেগেছে…মাথাতেও বেশ আঘাত পেয়েছে। কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে মুখমণ্ডলে, এই অবস্থায় সে চোখ মেলল… কতক্ষন এই অবস্থায় ছিল তার জানা নাই, দুর্বল শরীর নিয়ে কোনমতে বসে চারপাশেটা দেখে নেয় সে, ফারহানকে ডাকছে “ফারহান তুমি কোথায় কোথাও খুজে পায় না, মনে করতে থাকে কি হয়েছিল তাঁদের সাথে…
এবার দুর্ঘটনার কিছুদিন আগের কথা,
ফারিহা ও ফারহান বেড়াতে এসেছিল পাহাড়িয়া অঞ্চল সিলেটের একটি জায়গায়, তাঁদের সাথে এসেছিল আরও অনেকেই, তাঁদের বন্ধু ও বান্ধুবিরাও, ফারিয়া আর ফারহান সবে বিয়ে করেছে ছয় মাস হল, এর আগে তাঁদের মধ্যে ছিল ভালবাসা ও ভাল লাগার সম্পর্ক, দুই বছর প্রেমের সম্পর্ক, কিন্তু দুজনেই বাসার সম্মতি নিয়ে বাসায় রাজি করিয়ে ধুমধামে বিয়ের অনুষ্ঠান করেছে, দুই পরিবারেই খুশী, কারন তারা তাঁদের ভালবাসার সম্মান রক্ষা করতে তাঁদের পরিবারকে আগে সম্মান করেছে, কোন রকম ভুল সিদ্ধান্তে তারা যায় নাই, সবাই বলাবলি করতো “ভালবাসা কারে কয়, তাঁদের দেখে সেখ ”দুজনেই তাঁদের যার যার শ্বশুরবাড়ির মানুষদের আস্থা অর্জন করেছিল শুধু তাঁদের আচার ব্যবহারে…। কিন্তু ছয় মাসের মাথায় ঢাকার বাহিরে বেড়াতে এসে ঘটে গেল অনাকাঙ্খিত এক দুর্ঘটনা, পাহাড়িয়া জঙ্গলের ভেতর থেকে পা পিছলে দুজনেই গড়িয়ে গড়িয়ে পড়ে যায় পাহারের অনেক নিচে, ফারিহা পাহাড়ের একদম কিনারে দাঁড়িয়ে ছিল হঠাৎ পা পিছলে পাহাড়ের নিচে পড়ে যায়, ফারহান তাঁকে দৌড়ে বাঁচাতে এসেও তাঁকে থামাতে পারেনি, গড়িয়ে একেবারে পাহাড়িয়া জঙ্গলের নিচে, এরপর ফারহান ফারিহাকে উদ্ধার করার জন্য পাগলের মতো একাই পাহাড় বেয়ে নিচে নামতে যায়, আর তখনই আবারও ঘটে দুর্ঘটনা, ফারহান সামাল দিতে না পেরে সেও একদম নিচে পড়ে যায়,
লেখক : মোহাম্মদ সোহেল রানা