শেষ পর্ব
দিনক্ষণ ঠিক করে আব্রাহাম কক্সবাজার যাবে বলে, সুস্মিতাও সরল মনে রাজি হয়ে যায় এক কথায়, তবে সুস্মিতার শুধু একটি অনুরোধ রাখতে বলে আব্রাহামকে, কক্সবাজার যাবার সময় নানা বাড়ির লোকজনের সাথে পরিচয় করে দেবে, আব্রাহাম রাজি হয় না, অনেক শর্তে আব্রাহাম রাজি হয়, শর্ত টা ছিল এরকম যে তোমার নানা বাড়ি থেকে আব্রাহাম দেখা করে ঢাকায় ফিরে যাবে আর তুমি পরের দিন ঢাকায় আসবে, যাতে কেও সন্দেহ না করে আব্রাহাম আর সুস্মিতা কক্সবাজার গেছে,
কক্সবাজার এর পথে তারা দুইজন, মাঝখানে খাগড়াছড়ি হয়ে যাবে কারন খাগড়াছড়ি গ্রামে সুস্মিতার নানা বাড়ি
সন্ধ্যা হয়ে গেল খাগড়াছড়ি পৌছতে, নানা বাড়ি পৌছতেই জানা গেল সুস্মিতার নানা বাড়ির লোক বিয়ে খেতে গেছে, একটা চিরকুট রাখা ছিল, সেখানে লেখা আমাদের আসতে দেরি হবে, তোমরা রেস্ট নাও,
সুস্মিতা ঘুড়িয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বাসা, অনেক রাত, তারা দুইজনেই ঘুমিয়ে গেল
সকাল সকাল ঘুম থেকে যেন উঠতেই পারছে না আব্রাহাম, চোখ মেলতে কষ্ট হচ্ছে, তার সামনে দাঁড়িয়ে আছে সুস্মিতা,ও আরও কয়েক জন মানুষ, এক সময় খেয়াল করল তার দুই হাত ও দুই পা নাড়তে পারছে না, অপারেসন করে কেটে ফেলা হয়েছে, আছে শুধু ছোট্ট একটা দেহ, একটা স্বচ্ছ জারের ভেতর,
সুস্মিতা হাসছে আর বলছে তুমি এখন খাগরাছরির অনেক গহিনে এক পাহাড়ের ভেতর অবস্থান করছ, যার অবস্থান গুগল কেন কেওই সন্ধান পাবে না, তবে তোমার মতো আমি অতো বুদ্ধিমান হতে পারি নাই, কারন তোমার যৌবন ধরে রাখার মতো প্রযুক্তি আমার জানা নাই, আমি তোমার ইনফরমেসন অনেক আগে থেকেই জানি, যেদিন প্রথম তোমার বাসায় গিয়েছিলাম, আর তুমি আমার জন্য বাহিরে থেকে খাবার আনতে গিয়েছিলে, ভুল্ক্রমে তুমি তোমার ল্যপটপটি খুলে রেখে গিয়েছিলে, আর ল্যপটপ অন করতেই তোমার বাংলো বাড়ির ছবি, আমার চাচাত বোন বিপাসার ছবি সহ অন্যান্য মেয়েদের কিভাবে বন্দি করে রেখেছ, সব জানতে পারি, আর সেই কান্না তোমার জন্য ছিল না, ছিল আমার বোনের জন্য আর যাদের তুমি এভাবে বন্দি করে রেখেছ তাদের জন্য, ভেবেছিলাম পুলিস দিয়ে তোমাকে গ্রেফতার করাব, কিন্তু সেই শাস্তি তোমার জন্য কম হয়ে যাবে তাই অনেক কষ্ট করে নিজেকে সামলিয়ে নিয়েছি সেদিন, তোমার সাথে দেখা করে চলে যাই আমার কাছের বন্ধুদের কাছে, আমরা পাঁচজন বন্ধু মিলে পরিকল্পনা সাজিয়েছি , তাদের মধ্যে আছে একজন ডক্টর আর একজন বিজ্ঞানি , তাই তোমার সাথে শুধুই অভিনয় করে গিয়েছি ভালবাসার, আমার ডক্টর ও বিজ্ঞানি বন্ধু এখানে তোমাকে বিকল্প ভাবে বাঁচিয়ে রাখবে যতদিন বাঁচবে এভাবেই বাচবে, এখানেই তোমার বৃদ্ধ বয়স কাটবে, বিপাশা আমার চাচাত বোন ছিল, পুলিসকে জানাই নি, কারন আমরা চেয়েছি, তুমি এই ভয়ানক শাস্তি ভোগ কর, আমরা তোমার কক্সবাজারের বাংলো বাড়িতে আমাদের লোক পাঠিয়েছি, তোমার বাংলো বাড়ি ইতিমধ্যে পুরে ছাই হয়ে গেছে,
সুস্মিতা বলল, বেশি জোরাজোরি কর না, কাঁচ ভেঙ্গে নিচে পড়ে যাবে, এটা খুবই স্বচ্ছ কাঁচ, স্বচ্ছ কাঁচের ভালবাসা তাই তোমাকেও সাবধানে রেখে দিলাম যাতে না ভেঙ্গে যায়, আর হ্যা, তোমার পছন্দের একটি লাল গোলাপ তোমার সামনে রেখে দিলাম, আব্রাহাম শুধুই চিৎকার করছে এছাড়া তার আর কিছুই করার নাই,
সমাপ্ত