রম্য রচনা ::
একটু চেষ্টা করে দেখি হাসা যায় কিনা !
স্বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করল -‘কী হয়েছে?’
স্বামী -‘অফিসের ছাদ ভেঙে পড়ে সকলেই মারা গেছে।’
বৌ -‘সর্বনাশ, সেকি! তোমার কিছু হয়নি তো?’
স্বামী -‘আমি তখন বাইরে সিগারেট টানতে গিয়েছিলাম।’
বৌ -‘আল্লাহ বাঁচিয়েছেন!’
সন্ধ্যার সময় টিভির খবর চালিয়ে বৌ শুনলো, যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে কোটি টাকার অনুদান দিয়েছেন।
বৌ -‘কতবার বলেছি সিগারেট ছেড়ে দাও, আমার কোনও কথাই তো শুনবে না। জ্বালিয়ে খেলে আমাকে সারা জীবন।’
>এটা তার পরের ঘটনা…
বেশ কিছু দিন পর স্বামী আবার অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করল, -‘কী হয়েছে? এত চুপচাপ কেন?’
স্বামী -‘আর বোলোনা, আমাদের অনেককেই লামা, থানচি, উখিয়া, এইসব দূর্গম এলাকায় বদলি করে দিয়েছে।
বৌ -‘কেন?’
স্বামী -‘এটা শাস্তির বদলি।’
বৌ -‘শাস্তি কেন?’
স্বামী -‘অফিসে সিগারেট খাওয়ার অপরাধে।’
বৌ -‘ও… যাক তুমি কোনও চিন্তা করোনা, আমি সব সামলে নেবো, বরং তোমার একটু বাইরে ঘোরা হবে।’
স্বামী -‘শুধু তো বদলি নয়, আরও শাস্তি স্বরূপ সরকার ঠিক করেছে, ওদের বেতন ওদের হাতে না দিয়ে এখন থেকে ওদের বৌদের হাতে তুলে দেওয়া হবে।’
বৌ -‘আরিব্বাস্… তুমি একদম চিন্তা করোনা, আমি ঠিক মত তোমাকে টাকা পাঠিয়ে দেবো।’
স্বামী -‘তা কী করে হবে? তোমার আপত্তির জন্য আমি তো সেই কবেই সিগারেট টানা ছেড়ে দিয়েছি।’
বৌ -‘হায়রে পোড়া কপাল আমার! তুমি একটা আস্ত কাপুরুষ, নাহলে কেউ বৌয়ের কথায় ওঠাবসা করে?’
এম এস রাসেল
দারুন
ধন্যবাদ