বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেরা চলচ্চিত্র জিতেছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া
‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩-এর তৃতীয় সংস্করণ গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শেষ হয়েছে। ১৫ দিনব্যাপী অনুষ্ঠানটি সাতটি বিভাগে সাতজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে ‘সেরা’ হিসেবে সম্মানিত করেছে, যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক, সেরা শব্দ ডিজাইনার এবং সেরা প্রযোজনা পরিকল্পনাকারী।
উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকি ও মসিহউদ্দিন শাকের।
এখানে ৭ জন বিজয়ীর তালিকা রয়েছে যারা প্রোগ্রাম থেকে সেরা পুরষ্কার ঘরে তুলেছে:
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার: “কুড়া পক্ষীর শূন্যে উড়া” (দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটারকক্স)।
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার: নুরুল আলম আতিক (লাল মরগের ঘুটি)।
বিশেষ জুরি পুরস্কার: রেজওয়ান শাহরিয়ার সুমিত (“নোনাজোলার কাব্বো”)
সেরা চিত্রগ্রাহক: সৈয়দ কাশেফ শাহবাজী (চন্দ্রাবতী কথা)
শ্রেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (“মেড ইন বাংলাদেশ”)
সেরা সাউন্ড ডিজাইনার: রিপন নাথ (ফাগুন হাওয়ায়)
সেরা প্রযোজনা পরিকল্পনাকারী: খন্দকার সুমন (সাতাও)
সংগ্রহীত: মোহাম্মদ মনিরুল ইসলাম