নিবেদিতা শেলীর কবিতার খাতা।

2
139
Book of poems by Nivedita Shelley.

নিবেদিতা শেলীর কবিতার খাতা

ছত্রছায়া উপড়ে দেখো

কতোবার ভাসে ডুবে প্রসন্ন আকাশ

          এই দেখি আবছায়া

          এ কী মোহ, এ কী মায়া!!

বহুবার বিশ্বাস ভেঙেছে বাতাস।

পৃথিবী উড়ছে বুঝি

প্রলয়ের ঘোরে টলে ঘোর মহাকাল

          বিপরীতে টানে মন

          চিরকুট লিখা ক্ষণ !!

চিলদের উড়াউড়ি দেখি চিরকাল ।

কিছুই জানি না আর

সময়ের  হাল ধরে চলছি উজান

          গতির হয়েছে ভাটা

           মন খেলে সাদামাটা!!

কেউ তো খোঁজে না তারে, এ কেমন দায়

পরিপাটি আশপাশ

অতীতের হাত ধরে বাঁচে যেই প্রাণ

           বুঝতে চাই না আর

           ভুলে যাই বারবার !!

কিনে নিই বাঁধভাঙ্গা হৃদয়ের টান।

শূন্যে ভাসে

ঘুমের চিঠি যেনো

খোলা খামে লিখা নেই নাম

নেশায় কাতর তবু রাত

জেগে থাকা ঘোর

লক্ষ্মীপেঁচার চোখের কোঠর

আঁকে বিন্দু এক

বৃত্তের বাইরে

পা রাখে না মন ।

কুয়াশা জ্বালিয়ে রাখি

খুঁজে দেখি সমুদ্র উচ্ছ্বাস

হাতের তালুতে লিখা ভেসে উঠে সুস্পষ্ট ইঙ্গিত

স্থাপত্য গড়ার জন্য  দরকার  কতোখানি  ভিত…

 প্রচ্ছদে এঁকেছি মুখ হাত খেলে পান্ডুলিপি রেখা

পারধরে স্মৃতিকথা আঁকে কোন রূপক নাটাই…

দড়িতে শব্দ টান মাথা জুড়ে ডুবখেলা ঘোর

পাঠ ছেড়ে তীর ছুড়ি শামিয়ানা তালুতে শুকাই…

স্বস্তিকা মেখেছি গায়ে বৃক্ষকে সঁপেছি এই প্রান

কন্ঠে বেঁধেছি শাখা সুতোয় রেখেছি সুখটান !!!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here