“দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শিষের ওপরে একটি শিশিরবিন্দু। “ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটির পঙক্তিগুলোর মতোই আশেপাশের প্রকৃতি ও ঐতিহ্য কে খুঁজে ফিরে চলেছেন অন্যরকম এক পর্যটক.
নাম : মোহাম্মদ সোহেল রানা ۔ শখের বসে মাত্র দুই জন, তিনি নিজে ও তার ভায়েরা ভাই বর্তমানে ইউ এস এর বাফেলোতে বসবসকারী মিজানুর রহমান মিজানকে সাথে নিয়ে শুরু করেন একটি ফেসবুক গ্রুপ۔ গ্রুপটির পরিচিতি আজ অনেক জায়গায় ۔۔۔ উদ্দেশ্য : আশেপাশের কাছাকাছি জানা ও অজানা কাহিনী গুলোই তুলে ধরবেন সব জায়গায় এই গ্রূপের মাধ্যমে ۔তাই খোঁজ শুরু করেন আশেপাশের খুব কাছাকাছি ঐতিহ্য গুলো ۔ ব্যবসায়িক কাজের পাশাপাশি শখের বসে ছোট খাটো ভ্লগিং করতে থাকেন ۔ ভ্লগিং করতে করতে এক সময় তার চিন্তা আসে বাংলাদেশের জানা ও অজানা ছোট বড়ো বিষয় গুলো পুরো বিশ্বের সামনে তুলে ধরার ۔۔۔۔ আর সেখান থেকেই শুরু ۔ ২০২০ সালে পর্যটক (The Tourist) নামে গ্রূপ খুলে ফেলেন ۔ এরপর বছর খানেক পর নাম পরিবর্তন করে রাখেন Travel & Mysterious World … পাশাপাশি Sohel Rana Vlogs নামে একটি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল খুলেন ۔শুরু করে দেন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করিয়ে দেবার কাজ ۔ ছোটোখাটো বিষয় গুলোকেও অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তোলার কাজ করতে থাকেন আর গ্রূপে যুক্ত হতে থাকে বাংলাদেশ সহ বহিবিশ্বের সদস্যরা ۔ তার এই গ্রূপে ভারত ইন্দোনেশিয়া থাইল্যান্ড নেপাল যুক্ত রাষ্ট্র যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের বিদেশী সদস্যরাও যুক্ত হতে থাকেন ۔۔۔ তার উল্লেখযোগ্য ভ্লগঃ ও লাইভ ভিডিও গুলোর মধ্যে বেশ সাড়া পেয়েছে এমরানস হ্যারিটেজ এর পুরান ঢাকার জমিদার বাড়ী , সোঁনার গাঁ এর হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য পানাম সিটি ۔ জিনজিরা প্রাসাদ , যেখানে ঢাকার জিঞ্জিরাতে বন্দি করে এনে রাখা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার পরিবারকে ۔সাভারের বিরুলিয়া গ্রামের শত বছর পুরোনো বট গাছ এর লাইভ ও ভ্লগঃ গুলো ۔ বিশেষ করে এমরানস হ্যারিটেজ এর সর্ব প্রথম লাইভ অনুষ্ঠান করেছেন۔ তার গ্রুপ Travel & Mysterious World এর অ্যাডমিন Mohammad Sohel Rana . এমরানস হ্যারিটেজ জমিদার বাড়ীতে এর আগে বিভিন্ন মানুষের করা বহু সংবাদ ও ভিডিও প্রতিবেদন থাকলেও সরাসরি প্রতিবেদন ও তথ্য মূলক লাইভ অনুষ্ঠান ছিল এই প্রথম ۔তাই এতে আবেগ আপ্লুত হয়ে এমরানস হ্যারিটেজ এর A.M Emran (Owner And Manging Director) মোহাম্মদ সোহেল রানার সম্মানে AH Emran তার লাইভ অনুভূতি সম্পর্কে ফেসবুকে শুভেচ্ছা বার্তা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঠিক এইভাবেই:
“Innumerable thanks to Md Sohel Rana Bhai for hosting a live on Lunch At Emran’s Heritage Home for the very first time. It was really an honour for me personally to be a part of this live and being able to showcase all the bits and pieces of my heritage home in detail. I must say it was honestly a bit nerve wracking for me but I somehow managed to put things together. Words can’t describe how grateful I Am to him to be a part of this live .it was indeed a worthy experience to behold.
Best Wishes and regards
A.M Emran
Owner And Manging Director
Lunch At Emran’s Heritage Home”
এরপর তিনি নজরে পড়েন সিটিজেন টিউন ফেসবুক পেইজের , সেখানে সিটিজেন টিউনে (STORY WITH BH RAJU) একটি সাক্ষাৎকারে অংশ নেন ۔ সাক্ষাৎকারটি প্রতিবেদন হিসেবে সিটিজেন টিউন পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় ۔
মোহাম্মদ সোহেল রানা ঢাকার আশেপাশের জায়গা সহ ঢাকা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ ও ভ্লগঃ এর মাধ্যমে জানা ও অজানা তথ্য গুলো তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পোস্ট করতে থাকেন ۔۔۔ আর এতে উৎসাহ যুগিয়ে গেছেন বাফেলো টাইমস এর সত্ত্বাধিকারী ও Travel & Mysterious World এর আরেক অ্যাডমিন ইউ এস এ তে বসবাস রত মিজানুর রহমান মিজান ۔ মুলত মিজানুর রহমান মিজান এর উৎসাহেই তিনি প্রথম থেকেই অনুপ্রেরনা পেয়ে তিনি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গুলো সবার কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
বর্তমানে তিনি ব্যবসায় এর পাশাপাশি কাজ করে যাচ্ছেন বাফেলো টাইমসে।
Nice
ধন্যবাদ