পল আলেকজান্দ্রার

0
318

লোহার তৈরি ফুসফুসে বেচে ছিলেন ৭০ বছর , নাম পল আলেকজান্দ্রার ব্রিটিশ সংবাদ মাধ্যম বি বি সি এর এক সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন , ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে তার ফুস ফুস অকেজো হয়ে যায় ,সেই সময়ে চিকিৎসকরা একটি লোহার সিলিন্ডারে পল আলেকজান্দ্রার এর   পুরো দেহ ভেতরে দিয়ে তার ফুস ফুস সক্রিয় রেখেছিলেন , শুধু মাথাটা সিলিন্ডারের বাহিরে ছিল ।  তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এর ডালাসের বাসিন্দা ছিলেন  , লোহার সিলিন্ডারের মাধ্যমেই  পল আলেকজান্দ্রার  ৭০ বছর পৃথিবীতে বেচে ছিলেন , গত ১১ই মার্চ ২০২৪ সালে ৭৮ বছর বয়সে  তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার জগতে ,

পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে  এই লোহার ফুসফুস না কাজ করলেও পল আলেকজান্দ্রার  এর ক্ষেত্রে এটি কাজ করেছিল , আর এই লোহার সিলিন্ডারের  মাধ্যমেই   তিনি আশ্চর্যজনক ভাবে বেচে ছিলেন ৭০ বছর , আর এই অবস্থাতেই তিনি করেছেন উচ্চ শিক্ষা , আইন বিষয়ে পড়াশুনা করে আইন নিয়ে চর্চাও করেন , ১৯৫২ সালে পল যখন পোলিওতে আক্রান্ত হন তখন তার বয়স মাত্র ছয় বছর ,দেড় বছর হাঁসপাতালে থাকার পর চিকিৎসকরা তাঁকে এই লোহার তৈরি ফুসফুস ফুসফুস বানিয়ে বাক্স বন্দি  করে পাঠিয়ে দেন তার বাসায় ,   চিকিৎসকরা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই অবস্থাতেই তিনি ৭০ বছর বেচে ছিলেন  তিনি এই দীর্ঘ জীবনে তখন পোলিও মহামারি দেখেছেন আর ২০১৯ এ দেখেছেন করোনা মহামারি

Previous articleরমজান মাসের চাঁদ দেখা গেছে
The Sailor
“ The Sailor Magazine ” একটি অরাজনৈতিক এবং অসম্প্রদায়িক ম্যাগাজিন। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী ভাই বোনদের কথা বলা এবং আমরা যারা বাংলাদেশে মাতৃভূমিতে বসবাস করছি সকলের মধ্যে সমন্বয় হিসেবে আমরা আছি সবসময়, দেশ-বিদেশের খবরা-খবর সকল বিষয়ে পাঠকদের সামনে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here