রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনে

1
312

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত হয়েছেন অনেকে , শেষ খবর পাওয়া পর্যন্ত এই পর্যন্ত ৪৫ জন নিহত , আহত অবস্থায় ৪০ জন হাঁসপাতালে চিকিৎসাধীন আছেন , এর মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক , গত বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি আনুমানিক রাত দশটায় বিকট শব্দে প্রকম্পিত হয় বহুতল এই ভবন টি , ভবন টি তে কাচ্চি ভাই রেস্তোরাঁ সহ কাপড়ের  দোকান ও ইলেক্ট্রনিকস এর দোকান   রয়েছে বলে জানা গেছে

 

1 COMMENT

  1. অত্যন্ত দুঃখজনক ঘটনা…এই খবর জেনে আমরা গভীরভাবে শোকাহত…😥😥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here