হাসিনা সিদ্দিকা ম্যাডাম

0
406

হাসিনা সিদ্দিকা ম্যাডাম বাংলাদেশের কাস্টমসের প্রথম মহিলা ডেপুটি কমিশনার ۔ সেই সাথে তিনি একজন রত্না গর্ভা মা হিসেবে ২০১৬ সালে বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে বিশেষ সম্মানে ভূষিত হন ,মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট গীতিকার হিসেবে সম্মাননা পান ২০১২ সালে ۔ কবি ও লেখিকা হিসেবে লেখালেখিতে তিনি অর্জন করেন বাংলাদেশ ও ভারতের কলকাতা থেকে অনেক সম্মান ۔ হুগলি, নন্দিনী অতন্ত্র পদক এর মতো সম্মান পান কলকাতা থেকে ۔ এছাড়া কলকাতার অতন্দ্র সাংস্কৃতি সংসদ থেকে সংবর্ধনা পেয়েছেন ۔ এছাড়া তিনি দেশ ও দেশের বাহির থেকে আরো বহু সম্মানটা ও ক্রেস্ট পেয়েছেন ۔
তিনি কিভাবে একটি আন্তর্জাতিক ডলার পাচারকারী ৯ জনের একটি গ্রূপ কে সুকৌশলে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে সাহসিকতা ও নিপুন বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছিলেন , সেটাও তিনি এই সাক্ষাৎকারে বলেছেন ۔ জীবনের ৮৩ বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো তার গলার অগ্নিঝরা কণ্ঠ থেকে তার জীবনের কথা গুলো বলে গেলেন

মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here