গ্লেন ম্যাক্সওয়েল এর জাদুকরী ডাবল সেঞ্চুরি

0
537

অস্ট্রেলিয়া ২৯৩/৭ , ৪৬.৫ ওভার,(গ্লিন ম্যাক্স ওয়েল ২০১*)

আফগানিস্থান ২৯১/৫ ৫০ ওভার (ইব্রাহিম জাদ্রান ১২৯*)

ফলাফলঃ অস্ট্রেলিয়া তিন উইকেটে জয়ী

অকল্পনীয়  গ্লেন  ম্যাক্সওয়েল এর জাদুকরী ডাবল সেঞ্চুরিতে (১২৮ বলে ২০১ রান,  ২১ট চার, ১০টি ছয়, স্ট্রাইক রেট ১৫৭.০৩)অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ।

খাঁদের কিনার থেকে দলকে টেনে তুললেন এক জাদুকর , নাম  গ্লেন ম্যাক্সওয়েল۔ অবিশ্বাস্য এক চোখ ধাঁধানো ইনিংস খেলে নিশ্চিত পরাজয় থেকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন ۔ যে ম্যাচ জয়  স্বপ্নেও ভাবেনি কেউ জেতার ۔ সেই অসম্ভব কে সম্ভব করে জয় ছিনিয়ে আনলেন ۔ আফগানিস্তান এর করা পাহাড় সম ২৯১ রান করতে প্রথম দিকেই টপাটপ উইকেট পরা শুরু করে অস্ট্রেলিয়ার ۔স্কোর বোর্ডে   তখন ৯১ রান আর ৭ উইকেট নাই অস্ট্রেলিয়ার, এক এক করে সাত উইকেট হারিয়ে ফেলার পরে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া ۔ জয় তো তখন দূরের কথা ۔ ঠিক সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে গ্লেন ম্যাক্সওয়েল চালিয়ে যান তার ব্যাটিং কারিশমা ۔

এক সময় ক্লান্ত গ্লেন ম্যাক্সওয়েল আহত পা নিয়েই খেলা চালিয়ে যান ۔ অবশেষে আফগানিস্তান এর ২৯১ রান টপকে ২৯৩ রান করে ১৯ বল বাকি থাকতেই , প্যাট কামিন্স (৬৮ বলে ১২ রান)  কে সাথে নিয়ে অবশেষে তিন উইকেটে ঐতিহাসিক অবিশ্বাস্য এক জয় উপহার দিল ক্রিকেট বিশ্বকে ।

মোহাম্মদ সোহেল রানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here