মহান ২১ শে ফেব্রুয়ারি ,ভাষা আন্দোলনের ৭২ বছর , ১৯৫২ থেকে ২০২৪

2
290

আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভাষা আন্দোলনের ৭২ বছর

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্থানের (বর্তমান বাংলাদেশের) বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবীতে  হাতে ব্যনার নিয়ে  মিছিল করে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা  , কিন্তু সেই আন্দোলনরত মিছিলের উপর পুলিশের  গুলিবর্ষণ শুরু হয় , আর সেই গুলিবর্ষণে শহীদ হন সালাম , রফিক , জাব্বার , বরকত সহ আরও অনেকে ,

 

২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে বিশ্বব্যাপী , বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিম বাংলা সহ পৃথিবীর আনাচে  কানাচে  ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্থ বাংলা ভাষাভাষী অঞ্চলে বিশেষ ভাবে এটি পালিত হয় ।  ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে প্রতিবছর আন্তর্জাতিক ভাবে পালিত হয়ে আসছে এই দিবসটি

দ্যা সেইলর ম্যগাজিন

2 COMMENTS

  1. Very good gratitude 🙏🏻. Very good initiative 👏 keep up the spirit to enhance the magazine in wider range.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here