বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ১১ দিনের মাথায় আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ঢাকার নিউ মার্কেট এলাকায় ۔ ঈদের মাত্র ১ সপ্তাহ আগে নিউ মার্কেট সহ সবগুলো মার্কেটই বেচাকেনায় জমজমাট , আর এর মধ্যেই ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা ۔আজ ১৫ ই এপ্রিল সেহেরি খাবার পরপরই ব্যবসায়ীরা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তখনি খবর আসে আগুন লাগার ۔ এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ۔ সঙ্গে যুক্ত হয়েছেন নৌ , বিমান , সেনা বাহিনী ও বিজিবি ও R.A.B এর অগ্নি নির্বাপন সাহায্যকারী টিম গুলো ۔
অগ্নিকান্ডে ব্যবসায়ীদের হাহাকার চলছে মার্কেট জুড়ে ۔চোখের সামনে কোটি কোটি টাকার মালামাল ও দোকান পুড়ছে আর হাহাকার করে চিৎকার করে কাঁদছেন ব্যবসায়ীরা ۔۔۔۔
মোহাম্মদ সোহেল রানা